Megher Pore Tab
por Tahsan6.156 views, adicionada aos favoritos 77 times
Dificuldade: | iniciante |
---|---|
Capotraste: | sem capotraste |
Songs: Megher Pore
Artist: Tahsan
(G)বুঝিনি এত টুকু (Em) তোমাকে
(C)হারিয়েছিলাম স্বপ্নের(D) ঘোরে,
(G)কতটা পথ ঘুরে(Em) এসেছি
তুমি(C) বন্ধু আমার ছিলে(D) পাশে,
(G)মেঘের পরে আলোর(Em) ভিড়ে
(Am)তুমিই প্রথম(D) চেয়েছিলে,
(G)বুঝিনি আমি (Em)তোমাকে দেখে
(Am)রেখেছ যে কত(D) মায়াতে(G)…Em…C…D
(G)বুঝতে দাও নি কেন(Em) আমাকে
(C)সাজিয়েছ যা(D) হৃদয়ে,
(G)ছায়া হয়ে ছিলে(Em) পাশে
বল(C) কি করে যাব তোমায়(D) রেখে,
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....
(G)আবেগি এ মনে(Em) তোমাকে
আজ(Am) চেয়েছি দু চোখ(D) মেলে
(G)এখানে যা ছিল (Em)অজানা
(Am)বলনি কেন প্রান(D) খুলে
X
×
Megher Pore – Tahsan
How to play
"Megher Pore"
Fonte
Comentários