Dekho Manashi Cifras
por Fossils2.848 views, adicionada aos favoritos 17 times
Gaan tar actual key dm, bpm 117 nki 16 kichu ekta, thank you.Esta informação foi útil?
Dificuldade: | intermediário |
---|---|
Afinação: | E A D G B E |
Tecla: | Dm |
Capotraste: | sem capotraste |
Autor: sudiptamajumdar98 [a] 298. Última edição em 17 de mai. de 2022
Cifras
Palhetada
EditarIs this strumming pattern correto(s)?
1
2
3
4
5
6
7
8
[Chorus]
A D
দেখো মানসী ওই দিগন্তে দেখো
F C
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
Gm A
ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন
D
ভালবাসায়।
A D
ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ
F C
করতে চাই না আমি তর্ক ভীষণ,
Gm A
আমার দিক থেকে আজও তোমাকেই
D
ভালবেসে যাই।
A D
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে
F C
হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
Gm A
মনে মনে লেখা হাজারটা চিঠি
D
তোমাকে পাঠাই।
A D
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
F C
সময় চলে গেছে তোমাকে নিয়ে
Gm A
আমার থেকে বহুদূরে তুমি
D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায় ..
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়,
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. হুঁ..
[Verse]
Dm F
অজানা কী নীল ফুল গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে
A
তুমি পরে আসতে সবসময়,
G
সবসময়।
Gm
সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে
A#
আমার জীবনে,
D
আর সে নীলকে ভুলবার নয়।
Dm
বাতাস তোমার আসবার কথা বয়ে
F A
আনলেই আমি অপেক্ষা করতাম তোমায় ছোঁয়ার,
G
ছোঁয়ার ..
Gm
তুমি পাশে এসে বসতেই কেটে যেত
A# D
সময়টা আর এভাবেই কেটে গেছে সময় আমার ..
[Chorus]
G
শোনো মানসী, শোনো কারও হাহাকার
F A#
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে
C D
আরেকবার, শুধু একবার ...
D F
দেখো মানসী, ওই দিগন্তে দ্যাখো
C A#
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
A
শুধু তোমার ক্ষমতা আছে
D
পাখিটাকে কাছে ডাকবার,
A
শুধু তোমার ক্ষমতা আছে
D
পাখিটাকে ঘরে ফেরাবার।
[Bidge]
Dm
মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু
F A
সেই যে হয়েছে তাকে শেষ করা যায়নি আজও,
G
আজও ..
Gm
মানসী জানি না কোথায় তুমি এ মুহূর্তে
A#
অনিশ্চয়তা নিয়ে,
D
কেমনভাবে বেঁচে আছো ?
Dm
তোমার চলে যাওয়ার আকস্মিকতায়
F A
ভেঙে গেছি আমি আর শেষ হয়ে গেছে প্রত্যয়,
G
প্রত্যয় ..
Gm
মৃত্যু ভয় আমার কোনওদিনই ছিল না
A#
জাঁকিয়ে বসেছে আমায় এখন
D
জীবনের ভয় ..
G
শোনো মানসী, শোনো কারও হাহাকার
F A#
দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে,
C D
আরেকবার, শুধু একবার ..
D F
দেখো মানসী, ওই দিগন্তে দ্যাখো
C A#
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি,
A
শুধু তোমার ক্ষমতা আছে
D
পাখিটাকে কাছে ডাকবার,
A
শুধু তোমার ক্ষমতা আছে
D
পাখিটাকে ঘরে ফেরাবার।
[Chorus]
A D
ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে
F C
হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে
Gm A
মনে মনে লেখা হাজারটা চিঠি
D
তোমাকে পাঠাই।
A D
সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন
F C
সময় চলে গেছে তোমাকে নিয়ে
Gm A
আমার থেকে বহুদূরে তুমি
D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায় ..
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
A#
আমার থেকে বহুদূরে তুমি
A D
দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
X
×
Dekho Manashi – Fossils
How to play
"Dekho Manashi"
Fonte
Transpor
1 comment

My YouTube channel https://www.youtube.com/@feelmusic7/videos
0