Chader Shiri Cifras
por Arnob256 views, adicionada aos favoritos 3 times
Dificuldade: | intermediário |
---|---|
Afinação: | E A D G B E |
Tecla: | F# |
Capotraste: | sem capotraste |
Autor: iftekharalamkhan06 [a] 128. Última edição em 4 de dez. de 2022
Cifras
Palhetada
Ainda não temos padrão de palhetada para esta música. Criar e receba +5 IQ
[Verse]
F#
চাঁদের সিঁড়ি বেয়ে
B
রূপকথা নেমেছে রাস্তায়
F#
তোর কথা ধুলোর সাথে মেখে
B
রঙিন করেছে এ সন্ধ্যা (x2)
F#
তোর আকাশে তারার আবির
F#
রঙ ছড়াবে তাই আবার, আগের মতো
F# F#
আমি যাব সাত সমুদ্র পেরিয়ে
[Chorus]
F# D# E C#
তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
D B
রাত হবে ভোর (x2)
F# D# E C# D B
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
[Verse 2]
F#
সাঁতরে যাবে মেঘ
D# B
রঙিন ওড়না পরে আকাশের জলে
F#
সোনাঝুড়ি কচি পাতায়
D# B
সূর্যি ডোবার ছবি এঁকে নেবে (x2)
F# C#
ধার করে তোর লেখাঝোকার খাতা
B C# B F#
নতুন পায়ে সুরের দেশে যাই
F# C#
কথা-সুতোয় সুরের মালা গেঁথে
B C# B F#
গলায় পরে দু'জন মিলে গাই
F# C# B C#
[Chorus]
F# D# E C#
তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
D B
রাত হবে ভোর (x2)
F# D# E C# D B
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
X
×
Chader Shiri – Arnob
How to play
"Chader Shiri"
Fonte
Transpor
Comentários