Tabu Dur Akasher Cifras

por Rupam Islam
1.783 views, adicionada aos favoritos 10 times
Dificuldade: intermediário
Afinação: E A D G B E
Tecla: Gm
Capotraste: sem capotraste
Autor: srijanmanna120 [a] 64. Última edição em 21 de fev. de 2024

Cifras

Gm
F
Eb
D
Bb
G#m
F#
B
D#
E

Palhetada

Ainda não temos padrão de palhetada para esta música. Criar e receba +5 IQ
[Intro]
Gm  F  Eb  D
 
 
[Chorus]
Gm            F
তবু দূর আকাশের চাঁদ হাসে
F       Bb
তবু ফুল ফোটে তার সুবাসে
Bb      D
মনে হয়ে উচ্ছল পেতে চায়
D          Gm
তোমাকে শুধু তোমাকে ..
Gm        F
যৌবন আসে থাকে চলে যায়
F          Eb
কথা একটাই শুধু বলে যায়
Eb       D
ভালোবাসা সময় কে হারাবেই
D              Gm
পেলে তোমাকে শুধু তোমাকে ..
 
 
[Verse]
Bb            Gm
একদিন তুমি এসে ছিলে
Bb             Gm
একদিন ভালোবেসে ছিলে
F
ভালোবেসে ছিলে হেঁসে ছিলে
D             Gm
তারপরে কি হলো তা জানি না ..
Bb           Gm
পরদিন দেখি ভালোবাসা নেই
Bb            Gm
তোমার সে যাওয়া আর আসা নেই
F
তারপর থেকে শুধু স্বপনেই
D           Gm
দেখি তোমাকে বাস্তবে না
 
Bb            Gm
একদিন তুমি এসে ছিলে
Bb             Gm
একদিন ভালোবেসে ছিলে
F
ভালোবেসে ছিলে হেঁসে ছিলে
D             Gm
তারপরে কি হলো তা জানি না ..
Bb           Gm
পরদিন দেখি ভালোবাসা নেই
Bb            Gm
তোমার সে যাওয়া আর আসা নেই
F
তারপর থেকে শুধু স্বপনেই
D           Gm
দেখি তোমাকে বাস্তবে না
 
 
[Chorus]
Gm           F
তবু দূর আকাশের চাঁদ হাসে
F       Bb
তবু ফুল ফোটে তার সুবাসে
Bb      D
মনে হয়ে উচ্ছল পেতে চায়
D          Gm
তোমাকে শুধু তোমাকে ..
Gm         F
যৌবন আসে থাকে চলে যায়
F          Eb
কথা একটাই শুধু বলে যায়
Eb       D
ভালোবাসা সময় কে হারাবেই
D              Gm
পেলে তোমাকে শুধু তোমাকে
 
G#m          F#
তবু দূর আকাশের চাঁদ হাসে
F#      B
তবু ফুল ফোটে তার সুবাসে
B       D#
মনে হয়ে উচ্ছল পেতে চায়
D#         G#m
তোমাকে শুধু তোমাকে ..
G#m        F#
যৌবন আসে থাকে চলে যায়
F#         E
কথা একটাই শুধু বলে যায়
E        D#
ভালোবাসা সময় কে হারাবেই
D#             G#m
পেলে তোমাকে শুধু তোমাকে
 
 
[Outro]
Gm           F
তবু দূর আকাশের চাঁদ হাসে
F       Bb
তবু ফুল ফোটে তার সুবাসে
Bb      D
মনে হয়ে উচ্ছল পেতে চায়
D          Gm
তোমাকে শুধু তোমাকে ..
Gm         F
যৌবন আসে থাকে চলে যায়
F          Eb
কথা একটাই শুধু বলে যায়
Eb       D
ভালোবাসা সময় কে হারাবেই
D              Gm
পেলে তোমাকে শুধু তোমাকে
X
Ao ajudar o UG, você torna o mundo melhor... e ganha QI
Criar correção
Avalie esta tablatura
2 more votes para exibir a avaliação
×
Tabu Dur Akasher – Rupam Islam
How to play
"Tabu Dur Akasher"
Fonte
Transpor
Comentários