Autograph - Amake Amar Moto Thakte Dao Cifras

por Misc Soundtrack/Anupam Roy
4.573 views, adicionada aos favoritos 10 times
Don't know how accurate is this but it sounds elegant. The 7th chords are absolutely necessary but you can simplify it if you want as mentioned in the 2nd chord of 1st line. Enjoy.Esta informação foi útil?
Dificuldade: intermediário
Afinação: E A D G B E
Tecla: G
Capotraste: sem capotraste
Autor: chatterjeebhaskar250301 [a] 125.
1 contributor no total, última edição em 22 de mar. de 2024

Cifras

G
Bm7
Em
C
D
Cm
D7
Am
Bm

Palhetada

Editar
Is this strumming pattern correto(s)?
1
&
2
&
3
&
4
&
[Intro]
G                Bm7
আমাকে আমার মতো থাকতে দাও
     Em                   C
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি (x2)
G
যেটা ছিলো না ছিলো না
 
সেটা না পাওয়াই থাক
C          D
সব পেলে নষ্ট জীবন।
 
 
[Verse]
G               Bm7
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
    Em             C
কিছু সন্ধ্যার গুঁড়ো হওয়া কাঁচের মতো,
G
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
C             D        G
দূরবীনে চোখ রাখবো না, না, না,
Bm7    Em    D      C
না, না, না,   না, না, না।
 
 
[Chorus]
G             Cm
এই জাহাজ মাস্তুল ছারখার
    D7      Em
তবু গল্প লিখছি বাঁচবার,
G               Cm
আমি রাখতে চাই না আর তার
      D7       Em
কোনো রাত দুপুরের আবদার,
C            Am
তাই চেষ্টা করছি বারবার,
G           D
সাঁতরে পাড় খোঁজার ..
 
 
[Verse]
G               Bm7
কখনো আকাশ বেয়ে চুপ করে
    Em               C
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে,
G
চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়
C                 D
আশে-পাশে আমি আর নেই।
G              Bm
আমার জন্য আলো জ্বেলো না কেউ
Em               C
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,
G
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
C            D           G
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না,
Bm     Em    D      C
না, না, না,   না, না, না।
 
 
[Chorus]
   G          Cm
ই জাহাজ মাস্তুল ছারখার
   D7       Em
তবু গল্প লিখছি বাঁচবার,
     G          Cm
আমি রাখতে চাই না আর তার
      D7        Em
কোনো রাত দুপুরের আবদার,
     C       Am
তাই চেষ্টা করছি বারবার,
G         D
সাঁতরে পাড় খোঁজার..
G    Bm Em D  G D Bm
না.. না না না না না..
 
 
[Verse]
G              Bm7
তোমার রক্তে আছে স্বপ্ন যতো
Em              C
তারা ছুটছে রাত্রিদিন নিজের মতো,
G
কখনে সময় পেলে একটু ভেবো
C               D
আঙুলের ফাঁকে আমি কই ?
 
 
G                Bm7
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
Em                  C
যতো শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে,
G
আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি
C           D            G
গেলাসের জলে ভাসবো না, না, না,
Bm     Em    D      C
না, না, না,   না, না, না।
 
 
[Chorus]
G              Cm
এই জাহাজ মাস্তুল ছারখার
D7          Em
তবু গল্প লিখছি বাঁচবার,
G              Cm
আমি রাখতে চাই না আর তার
D7             Em
কোনো রাত দুপুরের আবদার,
C            Am
তাই চেষ্টা করছি বারবার,
G         D
সাঁতরে পাড় খোঁজার..
G    Bm Em D  G D Bm
না.. না না না না না..
X
Ao ajudar o UG, você torna o mundo melhor... e ganha QI
Criar correção
Avalie esta tablatura
3 more votes para exibir a avaliação
Fonte
Transpor
Comentários