Sedino Aakashe Chhilo Koto Tara Cifras
por Kishore Kumar3.049 views, adicionada aos favoritos 28 times
I didn't find the chords in the UG, so I figured it out.Esta informação foi útil?
Dificuldade: | iniciante |
---|---|
Afinação: | E A D G B E |
Tecla: | Am |
Capotraste: | sem capotraste |
Autor: aritrom007 [a] 415. Última edição em 4 de ago. de 2020
Cifras
Palhetada
Ainda não temos padrão de palhetada para esta música. Criar e receba +5 IQ
Singer & Music Director : Kishore Kumar
Lyricist : Gauriprasanna Mazumder
Label : Saregama
Bengali Puja Album "NAYAN SARASI KENO BHORECHHE JALE" released in 1977.
[Intro]
Am Dm G F E7
[Verse 1]
Dm G C
সেদিনও আকাশে ছিল কত তারা,
E Am G F
আজও মনে আছে
F C G C Dm
তোমারই কথা
Dm G C
স্মৃতি নয় এ তো - ঝরা ফুলে যেন
E Am G F
ভালোবাসা ভরা
F C G C Dm
তোমারি মমতা
Dm G C
সেদিনও আকাশে ছিল কত তারা
[Verse 2]
Am G C
ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া,
Am Dm G E E7 Am
এ জীবনে হলো বলো, কতটুকু পাওয়া
মনে পড়ে???
Am G C
বসে মুখোমুখী, দুজনেই সুখী,
Am Dm G E E7 Am
মেঘেরই আড়ালে ছিল, চাঁদেরই সে মুখই!
G F E7
কানে কানে, গানে গানে, দিলে মন |
Dm G C
সেদিনও আকাশে ছিল কত তারা
[Verse 3]
Am G C
আজও তারা জাগে, বড় একা লাগে,
Am Dm G E E7 Am
প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে |
Am G C
বুকে ব্যথা কি যে, বুঝি শুধু নিজে,
Am Dm G E E7 Am
দুটি চোখ বেদনায়, জলে আছে ভিজে |
G F E7
জ্বালা দিতে, মালা নিলে, দিলে মন |
Dm G C
সেদিনও আকাশে ছিল কত তারা,
E Am G F
আজও মনে আছে
F C G C Dm
তোমারই কথা
Dm G C
সেদিনও আকাশে ছিল কত তারা
X
×
Fonte
Transpor
Comentários