Neelanjana Cifras

por Encore
10.816 views, adicionada aos favoritos 48 times
Dificuldade: iniciante
Afinação: Eb Ab Db Gb Bb Eb
Tecla: G
Capotraste: sem capotraste
Autor: dhruboahmed953 [a] 64. Última edição em 12 de mar. de 2024

Cifras

Dm
Am
C
G
F
Em
E

Palhetada

Editar
Is this strumming pattern correto(s)?
1
&
2
&
3
&
4
&
5
&
6
&
Dm                            Am
হে নীলান্জনা, সাথে যাবে কি আমার?
C
যদি দিতে পারো একটি বিকেল,
             G
ঘুরে আসি অজানায়।
 
Dm                       Am
হে নীলান্জনা, বেলা হলো শেষ,
C
চাইলে ভেবে দেখো আরেকবার
             G
বাড়াবার আগে হাত।
 
 
Dm
তোমায় ছাড়া নীল গালিচায়
Am
একটুও ওড়া যায় না,
C
তুমিহীনা মেঘের বাগিচায়
G
রংধণু ছড়ায় না, না, না।
 
Dm
আমার বুকে মাথা রেখে তুমি
Am
ধরতে কত বায়না,
C
আমার দেয়া নীল শাড়ীটায়
G
আর বুঝি মানায় না, না, না।
 
 
 
F
আজ সবই তোমার ওপর
C
আর তুমি আমার ভেতর,
Em
নীলাকাশে, ডানা মেলে,
E
অজানায়, অবেলায়, হারাবে।
 
F
ছিলো সবই তোমার ওপর
C
আর তুৃৃমি আমার ভেতর,
Em
পাল তুলে, নীল সাগরে,
E
পাড়ি দাও বহুদূর জাহাজে ..
 
 
Dm          Am
রিক্ত শূন্য দেহতে
                 C
আজও চোখের পাতা মেলে,
              G
রাখি যদি আসো ফিরে
 
বেদনার নীলপাহাড় ভেঙে,
Dm        Am
প্রতিস্রুতির আদলে
              C
যে প্রাসাদ গড়েছিলে,
             G
তা ভেঙে তিলেতিলে ..
 
          Dm
ও হো হো তোমায় ছাড়া নীল গালিচায়
Am
একটুও ওড়া যায় না,
C
তুমিহীনা মেঘের বাগিচায়
G
রংধণু ছড়ায় না, না, নানা।
Dm
আমার বুকে মাথা রেখে তুমি
Am
ধরতে কত বায়না,
C
আমার দেয়া নীল শাড়ীটায়
G
আর বুঝি মানায় না, না, না।
 
 
 
F             C
আজ সবই তোমার ওপর
               Em
আর তুমি আমার ভেতর,
               E
নীলাকাশে, ডানা মেলে,
 
অজানায়, অবেলায় হারাবে।
F                C
ছিলো সবই তোমার ওপর
               Em
আর তুৃৃমি আমার ভেতর,
                E
পাল তুলে, নীল সাগরে,
 
পাড়ি দাও বহুদূর জাহাজে ..
F               C
আজ সবই তোমার ওপর
               Em
আর তুমি আমার ভেতর,
              E
পাল তুলে, নীল সাগরে,
                F
পাড়ি দাও বহুদূর জাহাজে।
X
Criar correção
Avalie esta tablatura
 
×
Fonte
Transpor
Comentários