Avash Cifras
por Avash26.659 views, adicionada aos favoritos 165 times
A very basic Acoustic version ... for beginners.Esta informação foi útil?
Dificuldade: | iniciante |
---|---|
Afinação: | E A D G B E |
Tecla: | Am |
Capotraste: | sem capotraste |
Autor: ishtiaquerafi [a] 96. 1 contributor no total, última edição em 17 de ago. de 2024
Cifras
Palhetada
EditarIs this strumming pattern correto(s)?
1
&
2
&
3
&
4
&
5
&
6
&
[Intro]
Am G F E
[Verse 1]
Am Em
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝেনা তবু এ মন,
F E
শান্ত নিবিড় পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ।
F G
শুন্যের পরে খুঁজেছি তোমায়, অসীমের পথে তুমি,
F E
হও বলে সবে প্রাণ দিয়েছিল, সবে অনুগামী।
F G
তুমি আভাস হয়ে আসা
F E
হতাশা মুখের হাসি।
[Chorus]
Am G
কত আদরে ভালবেসেছি
F G
তোমার ওই মিষ্টি হাসি,
Am G
তোমাকেই আজ বেঁধে নিয়েছি
F G
আমারও হৃদয়ও মাঝে।
Am G
পথে যেতে হায় সে ভালবাসায়
F G
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
Am G
ছুঁয়ে দিলে মন আজও আজীবন
F G Am
হৃদয়ও সঁপেছি তোমায়।
[Interlude]
Am F G E
[Bridge]
Am G
তুমি আরাধনে মোর সাধনা, শত সূক্ষ্ম দুস্থ কামনা,
F E
কত জল ছল কত কোলাহল, তুমি শান্ত আবেশে যাতনা।
Am G
থেমে থাক আজ কথা সব,যত হাহাকার আশা কলরব,
F E
পড়ে রবে সব যত সদ্ভাব, প্রাণে সংহার গেছি হারিয়ে।
F
দু হাত তুলে ধরি বাড়িয়ে,
Am
আমি সৃষ্টি,
G E
তাই স্রষ্টায় ভালোবাসি।
[Chorus]
Am G
কত আদরে ভালবেসেছি
F G
তোমার ওই মিষ্টি হাসি,
Am G
তোমাকেই আজ বেঁধে নিয়েছি
F G
আমারও হৃদয়ও মাঝে।
Am G
পথে যেতে হায় সে ভালবাসায়
F G
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
Am G
ছুঁয়ে দিলে মন আজও আজীবন
F G Am
হৃদয়ও সঁপেছি তোমায়।
[Verse 2]
Am Em
যুগে যুগে জড় জীব সবে , পড়ে রবে নিবিড় অবেলায়,
F G
ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়।
Em
এখানে পড়ে আছে
Am G
কত শত প্রান, জীবনের গান,
F G F
গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায়।
Am G
অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে,
F G E
রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি।
[Outro]
Am G
কত আদরে ভালবেসেছি
F G
তোমার ওই মিষ্টি হাসি,
Am G
তোমাকেই আজ বেঁধে নিয়েছি
F G
আমারও হৃদয়ও মাঝে।
Am G
পথে যেতে হায় সে ভালবাসায়
F G
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
Am G
ছুঁয়ে দিলে মন আজও আজীবন
F G
হৃদয়ও সঁপেছি তোমায়।
Am
কত আদরে...। (X2)
X
×
Avash – Avash
How to play
"Avash"
Fonte
Transpor
Comentários